ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনট পৌর জামায়াতের সেক্রেটারি আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ধুনট পৌর জামায়াতের সেক্রেটারি আটক

ধুনট (বগুড়া): হরতালে নাশকতার আশঙ্কায় বগুড়ার ধুনট পৌর জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানকে (৫২) আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।



জামায়ত নেতা হাবিবুর রহমান ধুনট পৌর এলাকার উত্তর অফিসারপাড়ার আব্দুল খালেকের ছেলে এবং ধুনট এইচ আর দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চত করে বাংলানিউজকে জানান, বুধবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ধুনট শহরে নাশকতার পরিকল্পনা করেন হাবিবুর রহমান। এ কারণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।