ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া থেকে মান্নান মারুফ

বগুড়ায় ঘরে বাইরে আওয়ামী লীগ

মান্নান মারুফ ‍ও বেলাল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বগুড়ায় ঘরে বাইরে আওয়ামী লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া থেকে: বিএনপির ঘাঁটি বগুড়া জেলার গ্রামগঞ্জ শহরে সবখানেই একচ্ছত্র আধিপত্য ক্ষমতাসীন আওয়ামী লীগের। সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে বগুড়া জেলায় আওয়ামী লীগই তৎপর।

বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে পাওয়া গেল এমনই চিত্র।

অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজের এলাকা হিসেবে বগুড়ার বিশেষ পরিচিতি থাকলেও এখানে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে।

মামলা মোকদ্দমার কারণে বিএনপির কর্মীরা বর্তমানে কেউ পালিয়ে রয়েছেন, কেউ সরকারি দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপন সমঝোতা করে চলছেন।   

বিএনপি-আওয়ামী লীগের বাইরে বগুড়া জেলায় জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়ে পেয়েছে বলে দাবি করলেন তৃণমূলের নেতা ফারুক হোসেন।

তিনি বলেন,‘এ জেলায় বর্তমানে দলের দু’জন এমপি রয়েছে। তারা এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আগামী ইউপি নির্বাচনে আমরা আরো ভাল ফলাফল পাবো’-বলেন তিনি।
 
বিএনপির পাশাপাশি বর্তমানে কার্যক্রম নেই বগুড়া জেলায় এক সময়ে সাংগঠনিকভাবে প্রবল প্রতাপশালী জামায়াতেরও। তাদের দলীয় কার্যালয়ও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।

অবশ্য সারাদেশের থেকে বগুড়ায় বিএনপির অবস্থান ভালো বলে দাবি করলেন স্থানীয় নেতারা।

বগুড়া জেলা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলাপকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বাংলানিউজকে বলেন, ‘বিএনপির সারাদেশে যে অবস্থা তার চেয়ে বগুড়ায় বিএনপির অবস্থা অনেক ভাল। ’

তিনি দুঃখ করে বলেন, দীর্ঘ আন্দোলনের পর প্রশাসন ও সরকারের লোকজনের চাপের মধ্যেই আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। মামলা মোকদ্দমা তো আছেই। প্রশাসনের বাধা বিপত্তির মধ্য দিয়েই আমরা টিকে আছি।
 
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সভা সমাবেশ করতে পারলেও বিএনপিকে প্রশাসন তা করতে দিচ্ছে না। উল্টো তাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।  
 
এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বাংলানিউজকে বরেন, বিএনপির কোন রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বাধা দেওয়ার বিষয়টা মিথ্যা। বগুড়ায় আওয়ামী লীগের অবস্থান এখন খুবই শক্ত। গত পৌর নির্বাচনে আমার ৫টি মেয়র পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে বগুড়ার জনগণ আওয়ামী লীগ ছাড়া আর কিছুই বুঝতে চাইবে না। কারণ মানুষের সুবিধার্ধে আওয়ামী লীগ বগুড়ায় ব্যাপক উন্নয়ন করেছে।

** সব দলেরই ভরসা জনগণ
** ‘আহমেদ কামালের দল গঠন অপ্রত্যাশিত’

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।