ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আমতলীতে চেয়ারম্যান প্রার্থী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আমতলীতে চেয়ারম্যান প্রার্থী কারাগারে

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন।



শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল হক ও মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন উভয়পক্ষের ১২ জন।

এ ঘটনার পরের দিন নুরুল হকের পক্ষে মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ৩২ জনকে আসামি করে এবং মো. আবুল কালাম আজাদের পক্ষে মো. নজরুল ইসলাম মৃধা বাদী হয়ে ২৯ জনকে আসামি করে আমতলী থানায় পাল্টাপাল্টি মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মামলার প্রধান আসামি ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে এম নুরল হকসহ ২০ আসামি বুধবার দুপুর ২টায়  আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক বাকি আসামিদের জামিন মঞ্জুর করলেও প্রধান আসামি এ কে এম নুরুল হকের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।