ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

প্রার্থী-সমর্থকদের আচরণ খতিয়ে দেখতে ‘উচ্চতর’ কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
প্রার্থী-সমর্থকদের আচরণ খতিয়ে দেখতে ‘উচ্চতর’ কমিটি গঠন

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের অবস্থা খতিয়ে দেখতে ‘উচ্চতর’ কমিটি গঠন করলো নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে অভিযোগ আমলে নেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


 
ইসির নির্বাচন ব্যবস্থা শাখার উপ সচিব মো. সামসুল আলম বাংলানিউজকে জানান, দ্বিতীয়বারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে উদ্যোগটি প্রথমবারের মতো নেওয়া হয়েছিলো। সে সময় কার্যকর ফলাফল পাওয়ায় এবারও এ কমিটি গঠন করা হলো।

তিন সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন- ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী, মো. শাহ আলম ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মনিরুজ্জামান।
 
বুধবার (০৯ মার্চ) কমিটি গঠন সংক্রান্ত একটি অফিস আদেশও জারি করেছেন উপ সচিব মো. সামসুল আলম।

এতে উল্লেখ করা হয়েছে- ‘উচ্চতর’ কমিটি গণমাধ্যমে প্রকাশিত আচরণবিধি সংক্রান্ত সব প্রতিবেদন যাচাই করবে। যে কমিটি নির্বাচন শেষ না হওয়া পর্য়ন্ত বলবৎ থাকবে।
 
২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে একই ধরনের কমিটির তদারকির কারণে অন্তত ৩ জন সংসদ সদস্যকে শোকজ করা হয়েছিলো। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়েছিলো ইসি। অন্যদিকে বেশকিছু প্রার্থী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পেরেছিলো নির্বাচন কমিশন।
 
আগামী ২২ মার্চ ৭৩২ ইউপিতে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৪৬টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টি ইউপিতে ভোট নেবে ইসি। এরপর পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।