ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বগুড়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


 
ছাত্র আন্দোলন উপজেলা কমিটির সভাপতি আলিফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুজাহিদ কমিটি শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, সদস্য এমরান কামাল, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন প্রমুখ।
 
সম্মেলনে আলিফ হোসেনকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।