ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘চারদিকে ধর্ষণতন্ত্র, গণতন্ত্র নেই’: শাহ মোয়াজ্জেম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
‘চারদিকে ধর্ষণতন্ত্র, গণতন্ত্র নেই’: শাহ মোয়াজ্জেম

ঢাকা: ‘দেশের চারদিকে এখন ধর্ষণতন্ত্র চলছে, এখানে গণতন্ত্র নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘‘নিজেকে এতো বেশি ক্ষমতাবান ভাববেন না।

সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর উপর থেকে গজব এসে পড়বে। ’

বৃহস্পতিবার (মার্চ ১০) বিকেলে সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক।

শাহ মোয়াজ্জেম আরও বলেন, ‘তারেক রহমান দেশের জন্য পজেটিভ চিন্তাভাবনা করেন। হাওয়া ভবন সম্পর্কে মিথ্যা কথা দেশে প্রচার করা হয়। কিন্তু আমি মিশে দেখেছি তারেক রহমান দেশের মঙ্গল কামনায় কতটা ব্যতিব্যস্ত। ’

তিনি বলেন,‘এত কথা বলতে বলতে গলায় ঘা হয়ে গেছে। কার কি আসে যায়। হাসিনার কি আসে যায়। তবু কথা বলতে আসি। ’

তিনি বলেন, ‘শুধু ফেব্রুয়ারি মাসে ৪২ শিশুকে হত্যা করা হয়েছে। মা মেয়ে বোন সবাইকে নির্যাতন করা হচ্ছে। এ অবস্থায় দেশে ধর্ষণতন্ত্র চলছে, গণতন্ত্র নেই’।

ভারতের সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘ভারত সবসময় বাংলাদেশকে কব্জা করে রাখতে চায়। হাতের মুঠোয় রাখতে চায়। দিল্লিতে চারবছর হাসিনাকে তারা ব্রেইন ওয়াশ করেছিলো। ’

সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মহিউদ্দিন খান মোহন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।