ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন শনিবার

ঢাকা: প্রায় সাড়ে চার বছর পর শনিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।

সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ-চাঞ্চল্য দেখা যাচ্ছে।

প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরাও জোর প্রচারণা চালাচ্ছেন। মাঠ-ঘাট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীদের প্রাচারণা চলছে।

নতুন নেতৃত্বে সৎ, যোগ্য ও পরিশ্রমী ছাত্রনেতাদের দেখতে চান বলে জানান স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

শনিবার দুপুর ২টায় উপজেলার পাবলিক হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি কে চৌধুরী লিটনকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এবারের সম্মেলনে সভাপতি পদে প্রায় ১১ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রায় ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।