ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

আশুগঞ্জে আ’লীগের ৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আশুগঞ্জে আ’লীগের ৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া সাত বিদ্রোহীকে সাময়িক বহিস্কার করেছে আওয়ামী লীগ।

নির্ধারিত সময়ে মনোয়নপত্র প্রত্যাহার না করে প্রার্থীতা টিকিয়ে রাখায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ওইসব প্রার্থীদের সাময়িক বহিস্কার করা হয়।



ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার সাময়িক বহিস্কারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বহিস্কৃতরা হলেন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন বাদল (দূর্গাপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার (চরচারতলা ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মোবারক (আড়াইসিধা ইউনিয়ন) ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য তাজুল ইসলাম (শরীফপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল খায়ের (লালপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদল সাদির (তারুয়া ইউনিয়ন)।

আল-মামুন সরকার জানান, আশুগঞ্জ উপজেলার মতো জেলার সব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।