ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রী সংস্থার ৮ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রী সংস্থার ৮ সদস্য আটক ছবি : প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের পোদ্দার বাজার এলাকা থেকে ইসলামী ছাত্রী সংস্থার আট সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে বিরাহীমপুর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বাংলানিউজ জানান, গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার আটক সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছে থাকা বেশ কিছু জিহাদী বইও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।