ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি মোয়াজ্জেমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবি মোয়াজ্জেমের ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধান বিচারপতিকে অসম্মান করায় দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।

বিএনপি আগামীতে ক্ষমতায় এলে শাপলা চত্বরকে- ‘শাহাদাৎ চত্বর’ নামকরণ করা হবে উল্লেখ করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তাদের পাশে থাকতে পারিনি। ’ 

আ. ক.ম মোজাম্মেল হককে উদ্দেশ্য করে বলেন, ‘খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা বলা শুরু করেছেন। ’

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। কিন্তু কাউন্সিলের জন্য যে জায়গা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। লাখ লাখ মানুষ এ কাউন্সিলে আসবে। সোহরাওয়ার্দী উদ্যান কারো বাবার সম্পত্তি নয়। কেন এ জায়গা আমাদের দেওয়া হল না। গণপূর্ত মন্ত্রণালয় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিলেও সমস্যা সৃষ্টি করে পুলিশ।

আয়োজক সংগঠনের সভাপিত শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এফবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।