ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের সন্ত্রাস থেকে রেহাই পায়নি শিশুও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বিএনপি-জামায়াতের সন্ত্রাস থেকে রেহাই পায়নি শিশুও

ঢাকা: আন্দোলনের নামে ডাকা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর উদয়ন স্কুলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবে তিনি এ মন্তব্য করেন।



ড. হাছান বলেন, রাজনীতিক দেশ চালাচ্ছেন এবং ভবিষ্যতেও চালাবে। তাই রাজনীতিতে অবশ্যই মেধাবী মানুষের প্রয়োজন। কারণ মেধাবীরাই পারে দেশকে সঠিক খাতে পরিচালিত করতে। কিন্তু বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অনেক মেধাবী শিক্ষার্থী রাজনীতিতে আসতে চায় না।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্নবিহীন কোনো মানুষ হতে পারে না। মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমাদের স্বপ্ন থাকতে হবে এবং সে স্বপ্নকে
বাস্তবায়নের জন্য অদম্য ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা থাকতে হবে। দেশাত্মবোধে জাগ্রত, মেধা ও মননে বিকশিত এমন নতুন প্রজন্মই আমরা চাই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সংগঠনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী উৎসবে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।