ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

২০২৪ সালেও সরকার গঠন করবে আওয়ামী লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
২০২৪ সালেও সরকার গঠন করবে আওয়ামী লীগ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছে গেছে। শুধু ২০১৯ সাল নয়, সাধারণ মানুষের সেবা দিয়ে জনগণের ভোটে ২০২৪ সালেও সরকার গঠন করবে আওয়ামী লীগ।



শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির ও ছানি অপারেশন কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তৃণমূলর মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধ পরিকর।

সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই সব বাধা উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

মন্ত্রী এ সময় উন্নয়নের জন্য নৌকা মার্কার বিজয়কে ত্বরান্বিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ন্যাশনাল আই কেয়ার ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত চক্ষুশিবির উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, স্বাস্থ্য বিভাগের মহা-পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, অতিরিক্ত পরিচালক ডা. এনায়েত হোসেন, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডা. শহীদ মো. সাদিকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিল সিরাজী বক্তব্য রাখেন।  

এ চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার পাশাপাশি ওষুধ বিতরণ ও ছানি অপারেশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।