ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি নেতা-কর্মীর আ.লীগে যোগদান

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বগুড়ায় বিএনপি নেতা-কর্মীর আ.লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের মানিকচক বন্দরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।



বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর আ’লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

এসময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাহাদত হোসেন সাহিন, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আবু সাঈদ সরদার পাপ্পু, জিহাদ আল হাসান জুয়েল, মিলু শেখ, এসএম আইয়ুব আলী, ডা. মুকুল কুমার সাহা, নজরুল ইসলাম, সাহেদ সরদার, আবু বাসার মানিক প্রমুখ বক্তব্য দেন।

সভা শেষে ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকা, সেফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ডা. শাহিদুল ইসলাম, কৃষকদল নেতা মরিচ মিয়া শেখ, সহিদুল ইসলাম বুলেট, দুলাল প্রামাণিকসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমবিএইচ/এমএ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।