ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি’র অপরাজনীতি! মৃত্যুর আগেই কবিকে মারলেন মারুফ কামাল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএনপি’র অপরাজনীতি! মৃত্যুর আগেই কবিকে মারলেন মারুফ কামাল!

ঢাকা: কবি রফিক আজাদের মৃত্যু হয়েছে এমন ভুয়া খবর ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। দলটির চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খানের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ওই স্ট্যাটাসে রফিক আজাদের মৃত্যু হয়েছে এমন একটি তথ্য দিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত মধ্যরাতের পরে এই খবরটি ছড়ান মারুফ কামাল খান। অথচ শনিবার দুপুর সাড়ে ১২টায়ও রফিক আজাদ মৃত্যু এমন কোনও ঘোষণা আসেনি।

কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে বাংলানিউজকে কবির স্ত্রী দিলারা হাফিজ বলেন, কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তার হার্ট সচল রাখা হয়েছে বলেই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি এও বলেন, ‘কবির অবস্থা খুবই ক্রিটিকাল। শরীরের সবকিছু ড্যামেজড। যেকোনো সময় ড্রপ করতে পারেন। ’

এদিকে মৃত্যু ঘোষণার আগেই বিএনপি চেয়ার পার্সনের প্রেসসচিবের দেওয়া ঘোষণা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। তিনি কেবলই যে মৃত্যুর খবর জানিয়েছেন তা নয়, তার স্ট্যাটাসে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা রয়েছে এমন অভিযোগ অনেকেরই।

মারুফ কামাল খান লিখেছেন: ‘ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো.... ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় এই বিক্ষুব্ধ পংক্তিমালার রচয়িতা মুক্তিযোদ্ধা, সম্পাদক কবি রফিক আজাদ আর নেই ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমরা বেদনাহত চিত্তে তাঁকে তার কবিতার সঙ্গে স্মরণ রাখবো অনেক কাল।

এমন স্ট্যাটাসে অনেকে ভুল তথ্যে রফিক আজাদের ‘বিদেহী আত্মার’ শান্তি কামনা করেন। কিন্তু মৃত্যুর খবরটি কোথাও কোনও সংবাদ মাধ্যমেই না থাকায় প্রশ্ন ওঠে। আর ওঠে সমালোচনার ঝড়। কবির কবিতাকে পুঁজি করে বিএনপি রাজনীতির চেষ্টা করছে এমন মন্তব্যও আসতে থাকে।

তবে প্রায় ১১ ঘণ্টা পর মারুফ কামাল খান তার স্ট্যাটাসটির পরিবর্তন আনেন। এতে তিনি লেখেন: ‘ভুল তথ্যের জন্য দুঃখিত* ভাত দে হারামজাদা, তা না হ'লে মানচিত্র খাবো... ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় এই বিক্ষুব্ধ পংক্তিমালার রচয়িতা মুক্তিযোদ্ধা, সম্পাদক কবি রফিক আজাদ জীবন-মৃত্যোর সন্ধিক্ষণে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি গভীর অচেতন অবস্থায়। যান্ত্রিক উপায়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এর আগে ভুল তথ্যের ভিত্তিতে তিনি বেঁচে নেই জানিয়ে পোস্ট দেয়ায় গভীরভাবে দুঃখিত। ’

একজন প্রোথিতযশা কবির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন রাজনৈতিক বিষয় সামনে আনাকে নিম্নরুচির পরিচয় বলেই দেখছেন অনেকে।

তাদের মন্তব্য, কবির কবিতা নিয়ে রাজনীতি করবেন এই ঘোরেই বুঝি মারুফ কামাল খান সত্যিকারে কবির অবস্থা কি সে খোঁজ রাখতে ভুলে গিয়েছিলেন।

বাংলাদেশ সময় ১২৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমএমকে

সর্বোচ্চ সাপোর্ট দিয়ে হার্ট সচল রাখা হয়েছে রফিক আজাদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।