ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ডিজিটালভাবে রিজার্ভ উধাও করেছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ডিজিটালভাবে রিজার্ভ উধাও করেছে সরকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকারের কার্যক্রম এতো বেশি ডিজিটাল হয়েছে যে, ডিজিটালভাবেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আটশ কোটি টাকা উধাও করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

অল কমিউনিটি ফোরামের আয়োজনে শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের সক্ষমতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



মাহবুব হোসেন আরও বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য বর্তমান সরকার ২০২১ সালের পরিবর্তে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়।

সরকারের উদ্দেশ্যে মাহবুব হোসেন বলেন, আপনারা চিরদিনের জন্য ক্ষমতায় থাকুন। কিন্তু আমাদের রাজনীতি করতে দিন। শান্তিতে থাকতে দিন। মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন। আপনারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আপনাদের অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে? পৌরসভা নির্বাচনের পর ইউপি নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আপনারা বিশ্ব নেতাদের কাছে জনপ্রিয়তা বোঝাতে চান।

অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসই/এমআইএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।