ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের লোকের মধ্যে রিজার্ভের টাকা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
‘সরকারের লোকের মধ্যে রিজার্ভের টাকা’ ছবি: পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সঠিকভাবে তদন্ত হলে রিজার্ভের টাকা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের লোকের মধ্যে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।



গয়েশ্বর বলেন, ‘আজকে গণতন্ত্র হ্যাকড হয়, ব্যাংকও হ্যাকড হয়ে যায়। আসলে হ্যাকড হয় নাই, চুরি হয়েছে। ওই প্রতিষ্ঠানের কোনো লোকের সঙ্গে সরকারি কোনো লোকের যোগসাজশ না থাকলে কারো বুকের পাটা থাকার কথা না’।

‘ঠিকমতো তদন্ত করলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের মধ্যে লোক পাওয়া যাবে- এই টাকাটা কার কাছে আছে’- বলেন গয়েশ্বর। তিনি বলেন, গণতন্ত্র হ্যাকড অনেক আগেই হয়েছে, এখন দেশটা হ্যাকড হওয়ার বাকি আছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বর্তমান অর্থমন্ত্রী ‘বোগাস’ ও ‘রাবিশ’ শব্দটা ব্যবহার করেন। ‘আমি নির্বাচনকে মনে করি, রাবিশ এবং বোগাস। ’ 

আগামী ১৯ মার্চের বিএনপির কাউন্সিল প্রসঙ্গে গয়েশ্বর বলেন, দেশ কীভাবে চলবে- আগামী কাউন্সিল থেকে সে প্রতিশ্রুতি আসবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে থাকবে। সুতরাং অকর্মণ্য, অকার্যকর ব্যক্তির দিকে মানবিক দৃষ্টিতে তাকানোর সুযোগ নাই। দল চালানোই উদ্দেশ্য।  

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতান্ত্রিক শক্তি নিয়ে অগ্রসর হলে জনগণের অর্থনৈতিক মুক্তি মিলবে। যার কোনোটাই আওয়ামী লীগের আমলে হয়নি। রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে।
 
তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতান্ত্রিক শাসন নেই, স্বৈরতান্ত্রিক শাসন চলছে। অস্থিরতা-আস্থাহীনতায় সুযোগ এলেও বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে চলে যাবে। এজন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, কর্মজীবী দলের সহ সভাপতি তৌফিক এলাহী কবির ও এসএম নুরুল হক প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি মো. লিটন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এসই/পিসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।