ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সারিয়াকান্দিতে সরে গেলেন বিএনপির বিদ্রোহী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সারিয়াকান্দিতে সরে গেলেন বিএনপির বিদ্রোহী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে গেলেন বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মোজাম্মেল হক আকন্দ।

শনিবার (১২ মার্চ) দুপুরে ইউনিয়নের দেবদাঙ্গা বাঁধ এলাকায় বিএনপির প্রার্থী কাজী জাকির হোসেন বাবলু প্রচারণায় হাজির হয়ে আকন্দ এ ঘোষণা দেন।



এ সময় তিনি ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাছুদুর হিরু মন্ডল, ব্যবসায়ী মো. বদিউদজ্জামান, অ্যাড. নূর-এ আজম বাবু, বিএনপির প্রার্থী কাজী জাকির হোসেন বাবলু  প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে মোজাম্মেল হক আকন্দ বাংলানিউজকে বলেন, দলের স্বার্থে ও বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।