ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

তিন নেতা বহিস্কার

নগরকান্দা উপজেলা আ’লীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
নগরকান্দা উপজেলা আ’লীগের বর্ধিত সভা

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম  সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।



শুক্রবার (১১ মার্চ) রাতে সংসদ উপনেতার সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে নিজ বাসভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলুর সভাপতিত্বে সভায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, সহ প্রচার সম্পাদক নাজমুল হোসেন সেলিম ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু শহীদ মিয়াকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া জানান, দলের আচরণবিধি লঙ্খন, দুর্নীতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অন্য দলের সঙ্গে সম্পর্ক রাখা এবং দলের নাম ভাঙিয়ে সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে ওই তিন জনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। আগামী ২২ মার্চ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।