ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কমলনগরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
কমলনগরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারেফ হোসেন বাঘাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
শনিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
 
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারেফ হোসেন বাঘাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বাংলানিউজকে জানান, দলের কেউ যদি দলীয় প্রার্থীর বাইরে অন্য কোনো প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়, তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬          
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।