ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘ব্রহ্মপুত্র নদের ওপর একাধিক ব্রিজ হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
‘ব্রহ্মপুত্র নদের ওপর একাধিক ব্রিজ হবে’ রওশন এরশাদ / ফাইল ফটো

ময়মনসিংহ: ব্রহ্মপুত্র নদের ওপর একাধিক ব্রিজ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ।

তিনি বলেন, যানজট নিরসন ও চরাঞ্চলবাসীর যোগাযোগের জন্য ব্রহ্মপুত্র নদের ওপর একাধিক ব্রিজ হবে।

ব্রহ্মপুত্র নদের দু’পাড়কেই আধুনিকভাবে সাজানো হবে।

শনিবার (১২ মার্চ) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার আম্বিয়াগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয় জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।

সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির কর্মীরা জ্বালাও-পোড়াও রাজনীতি করে না। গণতন্ত্র ও জনগণের জন্য রাজনীতি করে।

পরে রওশন এরশাদ স্থানীয় পরানগঞ্জ ও কেশরগঞ্জের মধ্যকার রাস্তা উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।