ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
মানুষের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিক্ষা, অর্থনীতি, বিদ্যুৎ, চিকিৎসাসহ সব বিষয়ে  মানুষের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা।

শনিবার (১২ মার্চ) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার ডহরা নৈকাঠি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আমু বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য বর্তমান সরকার সর্বস্তরে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। চিকিৎসার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সারাদেশের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক দিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে আর বিএনপি-জামায়াত শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, পুড়িয়ে দিয়েছে অসংখ্য বই।

দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে আমু বলেন, এখন আর গ্রামের মানুষকে কাদা মাড়িয়ে শহরে যেতে হবে না। বর্তমান সরকার গ্রামগঞ্জের রাস্তাঘাটও পাকা করে দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস লস্কর।

এতে সভাপতিত্বে করেন ডহরা নৈকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ওসমান গণি।

পরে মন্ত্রী সুবিদপুর ইউনিয়নের মধ্য গোপালপুর থেকে কাটাখালী কার্পেটিং সড়কের উদ্বোধন করেন। এছাড়া হদুয়াহাট থেকে রানাপাশা ইউনিয়নের দক্ষিণ বেদরা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।