ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
রায়গঞ্জে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।



শনিবার (১২ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাট পাঙ্গাসীবাজারে এ ঘটনা ঘটে।   আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির খানের চাচাতো ভাই ওমর ফারুক রাজু ও সাইদুল ইসলাম রাত ৯টার দিকে জানান, শনিবার বিকেলে তারা পাঙ্গাসীহাটে মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল সালাম ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎই হামলা চালায় ও মারপিট করে। এতে তিনিসহ প্রার্থীর ছেলে ইমরান খান, শ্যালক কামরুল ইসলাম, গ্রাম পাঙ্গাসীর জাকির, শওকত আলী, হরিদাস, নিজামগাঁতীর বারিক, কৃষ্ণদিয়া গ্রামের রাজিবুল, মংলা মধু ও কালিঞ্জার স্বপন আহত হন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম রাত সাড়ে ৯টার দিকে মোবাইলে জানান, বিকেলে আলমগীর কবিরের লোকজন গ্রাম পাঙ্গাসী এলাকায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। এছাড়া আবুল হাসেম নাদুর সারের দোকান, মোহাম্মদের মুরগির দোকান, ইউসুফের ফলের দোকান, আলামিনের দোকান, আব্দুল রশিদের চায়ের দোকান ভাঙচুর করে। এ সময় তাদের মারপিটে নূরনবী (৩০) নামে আওয়ামী দলীয় এক কর্মী আহত হন। সন্ধ্যার আগে তারা মিছিল করতে এলে কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি। কোনো পক্ষ থেকে অভিযোগও দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।