ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রিজার্ভ চুরি

‘ক্ষমতাসীন গোষ্ঠীর ‍উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
‘ক্ষমতাসীন গোষ্ঠীর ‍উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত’ রুহুল কবীর রিজভী আহমেদ / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত আছে উল্লেখ করে সরকার ব্যাংকের অর্থ লুটপাটকারী অপরাধীদের পার করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

বুধবার বেলা ১১টায়  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।



রিজভী আহমেদ প্রশ্ন তুলে বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা জড়িত তা জাতির কাছে একেবারেই সুস্পষ্ট। ঘটনা ঘটার ৪০ দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত রহস্যজনক। তাহলে কি অপরাধীদের পার করে দেয়ার চেষ্টা করছে সরকার?

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ভেলকিবাজির মত বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা যখন দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সেই ঠিক সেই মুহূর্তে তিতাস গ্যাসের ৩ হাজার ১০০ কোটি টাকা লোপাটের মত চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশ হয়েছে।

গভর্নরের পদত্যাগ ও দুজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্যে দিয়ে নেপথ্যের গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ।

বিএনপির এই নেতা আরও বলেন, সারাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তারা জনগণের টাকা আত্মসাত করে রাখছে যাতে পালানোর মত অবস্থা সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগে।

লুটপাটকারীদের দুঃশাসনের কবল থেকে দেশ মুক্ত না হলে অচিরেই দুর্ভিক্ষের কবলে পড়বে দেশ। এই ভয়াবহ নৈরাজ্যময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় এই ভোটারবিহীন সরকারের ক্ষমতা ত্যাগ করে বিদায় নেয়া।

রমনার ইনস্টিটিশন অব ইঞ্জিনিয়ার্সেই বিএনপির  জাতীয় সম্মেলন ও ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন রিজভী আহমেদ।
 
রিজভী আহমেদ বলেন, অন্য কোন স্থানে নয় রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিশনেই বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।   ইঞ্জিনির্য়াস ইনস্টিটিশনের কর্তৃপক্ষের পর পুলিশের অনুমতি গতকাল থেকে আমাদের হাতে।   তবে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ অনুমতির আবেদন করছি। আমরা সেই অনুমতির অপেক্ষায় আছি।

তিনি জানান, কাউন্সিলের ডেলিডেটদের কার্ড বিতরণ শেষ পর্যায়ে। কাউন্সিলরদের মধ্যে কার্ড বিতরণ শুরু হয়েছে।  

বিএনপির এই নেতা বলেন, বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সংস্কৃত উপকমিটির আহ্বায়ক গাজী মাজারুল আনোয়ারের নেতৃত্বে কাউন্সিলের থিম সং, গান , নাটক প্রস্তুত চলছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।