ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাসিক মেয়র বুলুবুলের আত্মসমর্পন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
রাসিক মেয়র বুলুবুলের আত্মসমর্পন

রাজশাহী: নাশকতার চার মামলায় রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তিনি আদালতে আত্মসমর্পন করেন।

এর আগে বেলা ১১টায় তার আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন।

আদালতে এখনও তার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি।

এর আগে সোমবার (০৭ মার্চ) সরকারবিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এ সময় আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে মহানগরীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ।

মামলা নম্বর ৪১, তারিখ- ২২ এপ্রিল, ২০১২। যেসব ধারায় মামলাটি দায়ের করা হয় সেগুলো হলো- বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩৫৩, ৩৩৩, ৪২৭ ও ৩৪।

এ মামলায় সোমবার রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান।

আসামিদের মধ্যে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬/আপডেট ১৩০৮
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।