ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

আশুলিয়া (ঢাকা): সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

একই সঙ্গে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৩ মার্চ) ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল নবী ইমু বাংলানিউজকে বলেন, সম্প্রতি সাভারে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া যায়। প্রাথমিক তদন্তের অভিযোগের কিছুটা সত্যতাও পাওয়া গেছে।

পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্তদের আগামী তিনদিনের মধ্যে তাদের বিরুদ্ধে আনিত সব ধরনের অভিযোগের সঠিক উত্তর দিতেও বলা হয়েছে। নতুবা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইকরামুল নবী।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।