ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নবীনগরে চেয়ারম্যান প্রার্থীকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
নবীনগরে চেয়ারম্যান প্রার্থীকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহির রায়হানের মাথায় পিস্তল ঠেকিয়ে মনোনয়ন পত্র তুলে নিতে বলেছে দুর্বৃত্তরা। তা না হলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে তারা।



রোববার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জহির রায়হানের শহরের ফুলবাড়িয়ায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
 
তিনি এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে জহির রায়হান উল্লেখ করেছেন, সকালে অচেনা ছয় যুবক তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার মাথায় পিস্তল ঠেকায়। এসময় তারা তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে বলে। মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দেয় তারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুর রহমান জানান, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।