ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাসদ ভেঙে যাওয়া নেতারা জঙ্গিবাদের সহযোগিতার ষড়যন্ত্রকারী

স্পেশার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জাসদ ভেঙে যাওয়া নেতারা জঙ্গিবাদের সহযোগিতার ষড়যন্ত্রকারী হাসানুল হক ইনু / ফাইল ফটো

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেঙে যারা আলাদা কমিটি গঠন করেছেন তারা জঙ্গিবাদের সহযোগিতার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (১৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।



হাসানুল হক ইনু দাবি করেন, মঈনুদ্দিন খান বাদল এমপি, শরীফ নুরুল আম্বিয়া, ডা. মোশতাক হোসেন ও নাজমুল হক প্রধান এমপি ষড়যন্ত্র করে জাসদ ভেঙেছেন।

তিনি এই নেতাদের বিভ্রান্তি ত্যাগ করে পুনরায় জাসদে ফিরে আসার আহ্বান জানান।

জাসদ সভাপতি বলেন, আমরা এখনও জঙ্গিবাদ ও তাদের সহযোগী খালেদা জিয়ার ষড়যন্ত্র নিশ্চিহ্ন করার লড়াইয়ে আছি। সেই লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। কিন্তু আজ যারা জাসদকে ভেঙেছেন তারা ওই জঙ্গিবাদকে সহযোগিতার ষড়যন্ত্র করছেন।

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই নেতারা জাসদের সম্মেলনে সরকার এবং ১৪ দল থেকে দলকে বেরিয়ে আসারও প্রস্তাব করেছিলেন বলে অভিযোগ তোলেন ইনু। তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে তাদের জাসদে ফিরে আসার আহ্বান জানাই আমি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।