ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় আ’লীগের ৫৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সাতক্ষীরায় আ’লীগের ৫৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সাতক্ষীরা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২২ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সাতক্ষীরায় ৫৮ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সাত উপজেলার ৭৮টি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, তাদের চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়েও সতর্ক করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, বৈকারি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালী।

তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হামিজুদ্দীন, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাবাজ আলী, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিকলীগ ইসলামকাটি ইউনিয়ন শাখার সভাপতি মিনহাজ গাজী, তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য অশোক লাহিড়ী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম.এম ফজলুল হক, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুর্শিদা পারভীন পাপড়ী, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম লাল্টু ও তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান গাজী।

দেবহাটা উপজেলা ওলামা লীগের সভাপতি শফিকুর রহমান (সেজ খোকন), দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী, সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাদুল ইসলাম,

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম আজিজুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক বিশ্বনাথ নন্দি সাগর, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জিএম শাহজাহান সিরাজ, রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার বৈদ্য, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সালেহ বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি এ বিএম মঞ্জুর এলাহী খোকন।

আশাশুনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জমির উদ্দীন, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিশ্বজিত ম্যান্ডেজ, দরগাহপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্টু, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কালাম সানা, আশাশুনি উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ঢালী শামসুল হক, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মাদ সরদার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জহরুল হক, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দীপংকর কুমার বাছাড়, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস মোল্লা, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুকুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য খালেদুর রহমান, কাদাকটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মফিজুল মোড়ল, কাদাকাটি ইউনিয়ন শাখার সদস্য মিজানুর রহমান মন্টু।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুর রহমান মালী, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরা বেগম, জয়নগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মতি বিশাখা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন হাবিল, কেড়াগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, চন্দনপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ, চন্দনপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রোস্তম আলী, চন্দনপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বদরুজ্জামান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ সরদার, কেরালকাতা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন, হেলাতলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবির হোসেন বিল্লাল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, দেয়াড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেহেদী মাসুদ ও যুগিখালী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ওজিহার রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬          
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।