ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

গোপালগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
গোপালগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ চেয়ারম্যান নির্বাচিত

গোপালগঞ্জ: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজলোর ৩২ ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলায় ১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। রোববার (১৩ মার্চ) এসব ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস ও কোটালীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচান উদ্দিন এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, ফখরুল ইসলাম (লতিফপুর), এম এম মনির আহম্মেদ ননী (বোড়াশী), নাজিব আহম্মেদ নাজিব (দূর্গাপুর), মো. বাচ্চু শেখ (কাঠি), মো. কামরুল হাসান বাবুল (উলপুর), মাখন লাল দাস (কাজুলিয়া), শফিকুর রহমান চৌধূরী টুটুল (গোবরা), মো. শহিদুল ইসলাম (শুকতাইল), মুন্সি মকিদুজ্জামান (হরিদাসপুর), সিকদার শাহ সুফিয়ান (করপাড়া), সুকান্ত বিশ্বাস (বৌলতলী), সুজিৎ মন্ডল (সাতপাড়), সুবোধ চন্দ্র হীরা (সাহাপুর), শ্রীবাস বিশ্বাস(রঘুনাথপুর)।

সদর উপজেলার বাকী ৭ ইউনিয়ন মাঝিগাতি, নিজড়া, উরফি, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া, গোপীনাথপুর ও জালাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নে আবু সাইদ শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।