ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া জেলা যুবলীগ সভাপতিকে সংবর্ধনা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বগুড়া জেলা যুবলীগ সভাপতিকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহনকে সংবর্ধনা দিয়েছেন বগুড়া শহরের ১৮ নং ওয়ার্ড যুবলীগের নবনির্বাচিত নেতারা।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের বাদুরতলা এলাকায় এক অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।



এ সময় মঞ্জুরুল আলম মোহন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

অনুষ্ঠানে বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওসারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।