ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যাডভোকেট সাদিক জাসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
অ্যাডভোকেট সাদিক জাসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা জাসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিকেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, গত ১১ ও ১২ মার্চ ঢাকার শেরেবাংলা নগর ও মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিকদল-জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অ্যাডভোকেট সাদেক হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সাদিক হোসেন বৃহত্তর ময়মনসিংহের আয়কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক, জেলা আয়কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক ও মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতির দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।