ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

চুয়াডাঙ্গায় প্রতীক বরাদ্দ পেলো ৪ ইউনিয়নের প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
চুয়াডাঙ্গায় প্রতীক বরাদ্দ পেলো ৪ ইউনিয়নের প্রার্থীরা

চুয়াডাঙ্গা: দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার চার ইউনিয়ন পরিষদের ১৭৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২০ জন চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত সদস্য ও ১২৪ জন সাধারণ সদস্য পদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।



আগামী ৩১ মার্চ এ চারটি ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি। আলুকদিয়া ও মোমিনপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এবং পদ্মবিলা ও কুতুবপুরে সদর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।