ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বগুড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আগামী ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলকে সফল করতে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে শহরের নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।



জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পাপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, ইসরাফিল হোসেন দেওয়ান, খাজা ইফতেখার আহমেদ, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।