ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বরগুনায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

বরগুনা: বরগুনার বামনা উপজেলায় টিটু হাওলাদার নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা।

গুরুতর জখম অবস্থায় টিটুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

টিটু হাওলাদার বুকাবুনিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর এলাকায় আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজের পথসভার প্রস্তুতি কালে এ হামলার ঘটনা ঘটে।

চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সবুজ বাংলানিউজকে বলেন, জয়নগরে আমার পথসভার প্রস্তুতির সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, তার বন্ধু সজল ও প্রার্থীর শ্যালক রুবেল তালুকদারের নেতৃত্বে ৫ থেকে ৭টি মটোরসাইকেলের একটি বহর টিটুর ওপর হামলা চালায়। টিটু গুরুতর জখম হলে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এবিষয়ে বামনা থানার উপ-পরিদর্শক মজিবর বাংলানিউজকে বলেন, আমি রাস্তার উপর দাঁড়ানো ছিলাম এসময় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়।   আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ওই স্থান ত্যাগ করে। আমি গুরুতর আহত অবস্থায় টিটুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসি।   এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।