ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নিহত

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বগুড়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মাহাতাব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।



সোমবার (১৪ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এই সংঘর্ষ হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

নিহত মাহতাব আলী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুরের ভাগ্নে ও শিবগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক। আহত অপর দুজনও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক।

এদিকে, সংঘর্ষে হতাহতের খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ওই ইউনিয়নের খাদইল হিন্দুপাড়ার পাশে জামতলা বাজারে গিয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল ইসলামের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।