ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘ঢাকা মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল করতে পারবে বিএনপি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
‘ঢাকা মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল করতে পারবে বিএনপি’ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি জাতীয় কাউন্সিল করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



সাঈদ খোকন বলেন, ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় কাউন্সিল করার জন্য বিএনপির পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি আমরা। বিএনপি মহানগর নাট্যমঞ্চে তাদের কাউন্সিল করতে পারবে। সেই সঙ্গে আমরাও তাদের সর্বিকভাবে সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, আমরা চাই, রাজনৈতিক দল শক্তিশালী হোক। দেশে গণতন্ত্রের চর্চা হোক।

এ সময় উপস্থিত ছিলেন  পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
জেপি/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।