ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কলারোয়ায় বিএনপি প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কলারোয়ায় বিএনপি প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ছবি : সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ তার কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণা চালাতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইব্রাহিম হোসেন।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।



লিখিত বক্তব্যে তিনি জানান, ক্ষমতাসীনদের বাধার মুখে পড়ে তিনি ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারেন নি। পরে উচ্চ আদালতে আপিল করে তিনি তফসিলের সময়-সীমার বাইরেও ১১ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান। কিন্তু মাঠে নামতে দেওয়া হচ্ছে না তিনিসহ তার কর্মী-সমর্থকদের। ছিঁড়ে ফেলা হচ্ছে তার পোস্টার, ফেস্টুন, ব্যানার।

এলাকায় লিফলেট দিতে গিয়ে ১৪ মার্চ (১৪ মার্চ) হামলাসহ ছিনতাইরের শিকার হয়েছে তার কর্মী-সমর্থকরা। ভেঙে ফেলা হয়েছে প্রচার মাইক। যেখানে বিএনপির লোকজন কাজ করতে যাচ্ছে, সেখানেই মারপিটের শিকার হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এসব ঘটনা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু দৃশ্যত এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠুভাবে প্রচার-প্রচারণা চালানোর সুযোগ পাওয়ার দাবিতে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।