ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া হতাশ হয়ে দেশ বিক্রির অভিযোগ করছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
খালেদা জিয়া হতাশ হয়ে দেশ বিক্রির অভিযোগ করছেন

ঢাকা: আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ করা হাস্যকর বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হতাশ হয়ে এই সব অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন নাসিম।  মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে।

সেই দলের বিরুদ্ধে যদি দেশ বিক্রির অভিযোগ করা হয়, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে, তিনি হতাশ হয়ে এইসব কথা বলছেন।

মোহাম্মদ নাসিম সোমবার (১০ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাসিম বলেন, এটি হচ্ছে খালেদা জিয়ার একটা ভাঙা রেকর্ড। প্রতিবারেই তারা এই সব কথা বলে। এ দেশের মানুষ তাদের এই সব কথা গ্রহণ করে না। আর কোন দেশকে বিক্রি করা যায় না। যে দল নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ করা হয়, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। তিনি হতাশ হয়ে এই কথাগুলো বলছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নিয়ে সমঝোতা চুক্তি করেছেন। এসব সমঝোতা চুক্তি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যেই করা হয়েছে।

মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। তৎকালীন সময়ে মুজিবনগর সরকার গঠন ও শপথ গ্রহণে ভারত সহযোগিতা করে।

আমি বিশ্বাস করি সারাদেশেই আমাদের জেলা-উপজেলা পর্যায়ে এই দিবস পালন করা হবে। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো বিএনপি-জামায়াত জোট অব্যাহতভাবে অশুভ চক্রান্তে লিপ্ত। আমরা ১৭ এপ্রিল আবারো নতুন করে শেখ হাসিনার নেতৃত্বে এই সব ষড়যন্ত্র ও চক্রান্তকে নস্যাৎ করার শপথ নেব।

এর আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে নেওয়া কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল ভোর ৬ টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

মেহেরপুরের মুজিবনগরে ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় মুজিব নগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টা ১৫ মিনিটে গার্ড অব অনার, সকাল ১০ টা ৩০ মিনিটে মুজিনগরের শেখ হাসিনা মঞ্চে জনসভা।

এ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, এপ্রিল ১০, ২০১৭
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।