ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফুলবাড়ী পৌরসভা মেয়রের বহিষ্কারাদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, এপ্রিল ১০, ২০১৭
ফুলবাড়ী পৌরসভা মেয়রের বহিষ্কারাদেশ স্থগিত

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিকের সাময়িক বহিষ্কারের আদেশ স্থগিত ঘোষণা করেছেন উচ্চ আদালত।

সোমবার (১০ এপ্রিল) বিচারপতি গোলাম দস্তগীর এর বেঞ্চে শুনানি শেষে এই স্থগিতাদেশ প্রদান করেন। পৌর মেয়র মানিকের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী আরিফুল হক আরিফ।

এদিকে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর স্থানীয় সরকার কর্তৃক সাময়িক বহিষ্কারের আদেশ উচ্চ আদালত কর্তৃক স্থগিত ঘোষণা করায় তার অনুসারী ও কয়লাখনি বিরোধী আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ করেন।

ফুলবাড়ী অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সাবিব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কয়লা খনি বিরোধী আন্দোলন নেতা পৌর মেয়র মুরতুজা সরকার মানিক সাধারণ মানুষের নেতা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ছাড় পাবেনা। জনগণের স্বার্থে সে আন্দোলন করে।

উল্লেখ, ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবকারী এশিয়া এনার্জি নামক একটি বহুজাতিক কোম্পানি মুরতুজা সরকার মানিক বিরুদ্ধের একটি মামলা দায়ের করেন। বহুজাতিক এই কোম্পানির দায়েরকরা মামলার কারণে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক গত ৩ এপ্রিল উপ-সচিব আব্দুর রউফ মিয়ার স্বাক্ষরিত একটি পত্রে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের আদেশটির বিরুদ্ধে পৌরমেয়র মুরতুজা সরকার মানিক গত বৃহস্পতিবার ০৬ এপ্রিল উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনটি হাইকোর্টের বিচারপতি গোলাম দস্তগীর এর বেঞ্চে সোমবার শুনানি শেষে এই স্থগিতাদেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ