ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমর্থিত প্রার্থীর গণসংযোগে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিএনপির সমর্থিত প্রার্থীর গণসংযোগে হামলা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়নের উপ-নির্বাচনে গণসংযোগকালে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়াম্যান প্রার্থী ফেরদৌসী সুলতানাসহ অন্তত ১২ নেতাকর্মী আহত হন।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে লামচর ইউনিয়নের বিষ্ণু ভল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় ফেরদৌসীর স্বামী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. টিপু সুলতান ভূঁইয়া উপজেলা রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

চেয়ারম্যানের মৃত্যুর কারণে ১৬ এপ্রিল এ ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিএনপির অভিযোগ, গণসংযোগ করার সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহেনারা পারভিন পান্নার নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। মোটরসাইকেল বহর নিয়ে এসে তারা এ হামলা করে।   চেয়ারম্যান প্রার্থীসহ নেতাকর্মীরা একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলা করা হয়।

আহতরা হলেন, ফেরদৌসী, টিপু সুলতান, শারমিন আক্তার, মাসুদ আলম, জহির হোসেন, সেলিম হোসেন, আমানত উল্যা, জাহাঙ্গীর আলম, মো. ইব্রাহীম, মো. ফাহিম, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান। নিরাপত্তাজনিত কারনে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির প্রার্থী ফেরদৌসী সুলতানা বলেন, আমার পক্ষে ভোটের জোয়ার দেখে আওয়ামী লীগের প্রার্থী ও তার লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমার নেতাকর্মীদের হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে। বিষয়টি রির্টানিং অফিসারকে জানিয়েছি।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মাহেনারা পারভিন পান্না বলেন, কে, কার ওপর হামলা করেছে, তা আমি অবগত নই। এর সঙ্গে আমার কোনো নেতাকর্মী জড়িত নন।

লামচর ইউনিয়নের উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মো. হারুনুর রশিদ জানান, বিএনপি প্রার্থীর অভিযোগটি পেয়েছি। এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি।

বাংলাদেশ সময় : ০৩০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।