ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
নাটোরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ১

নাটোর: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আজিজার রহমান খান চৌধুরী ওরফে আমেল খান চৌধুরীকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহরের কানাইখালি (চৌধুরীবাড়ি) মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে আমেল চৌধুরীর বিরুদ্ধে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব নাটোর থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।


 
তিনি আরো বলেন, অভিযুক্ত আমেল চৌধুরী ও তার পরিবারবর্গ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অপকর্মে লিপ্ত ছিলেন। এখনো তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের ব্যাপারে একশ্রেণির লোকজনকে উস্কানি দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত আছেন।
 
অভিযুক্ত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সরকারের বিরুদ্ধে নাশকতার কাজ করেন। শনিবার (২২ এপ্রিল) তিনি নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নাটোর কানাইখালী মাঠে চলমান মেলার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন।

এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও নাটোরের মানুষের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে স্থানীয় কেন্দ্রীয় মসজিদে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেন আমেল চৌধুরী।

এসব অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে নাটোর সদর থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হতে পারে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।