ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবদলের ২ নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বরিশালে যুবদলের ২ নতুন কমিটি

বরিশাল: বরিশাল মহানগর ও বরিশাল দক্ষিণে যুবদলের নতুন দু’টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পারভেজ আকন বিপ্লব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মামুন রেজা খান, মো. সাজ্জাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বী শামীম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

অপরদিকে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন আক্তারুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন।

এ কমিটিতে অন্য পদপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি কামরুল হাসান রতন, মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহান, যুগ্ম-সম্পাদক শহিদুল হাসান আনিচ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ জেলা যুবদলের সদ্য সভাপতি পারভেজ আকন বিপ্লব ও মহানগর যুবদলের সদ্য সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।