ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

হাওর এলাকায় ত্রাণ টিম পাঠাবে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
হাওর এলাকায় ত্রাণ টিম পাঠাবে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুনামগঞ্জের হাওর এলাকায় বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্গতদের জন্য ত্রাণ টিম পাঠাবে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলানিউজকে এ তথ্য জানান।

জাকির বলেন, দুর্গত এলাকার মানুষের জন্য শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের নেতৃত্বে একটি টিম পাঠানো হবে।

এছাড়া হাওর এলাকায় বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।