ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ রক্ষায় বিএনপির আন্দোলন: ফখরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
দেশের মানুষ রক্ষায় বিএনপির আন্দোলন: ফখরুল দেশের মানুষ রক্ষায় বিএনপির আন্দোলন: ফখরুল

ঠাকুরগাঁও: ক্ষমতায় নিয়ে যাওয়া জন্য নয়, দেশের মানুষকে রক্ষা করার জন্য বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমাদের আন্দোলন দেশের মানুষকে দানবের হাত থেকে রক্ষার আন্দোলন।

যে দানব আমাদের বুকের ওপর চেপে বসেছে।

দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের প্রবৃদ্ধি হয়েছে, সাধারণ মানুষের নয় এমন অভিযোগ করে মহাসচিব বলেন, দেশে অর্থনৈতিক  প্রবৃদ্ধির নামে মিথ্যাচার করা হচ্ছে। আওয়ামী লীগ ও তাদের নেতাদের প্রবৃদ্ধি বেড়েছে আর সাধারণ মানুষের প্রবৃদ্ধি দিন দিন কমছে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, এদেশে যা কিছুর পরিবর্তন হয়েছে সব কিছুই করেছে ছাত্ররা। তাই দেশের এই সংকটকালে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, এ সরকার নতজানু সরকার। এ সরকারের দ্বারা সামগ্রিক কল্যাণ সম্ভব নয়।

জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, আমিনুর ইসলাম সোহাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।