ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএনপির নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত .আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, ২০ দলীয় ঐক্য জোট বিএনপির নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। ২০০৮ সালে তারা ৯০ দিন হরতাল অবরোধের নামে দেশে জ্বালাও পোড়াও করে দেশকে পেছনে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

রোববার (২৯ এপ্রিল) গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরকে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ফারুক খান বলেন, বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে মোকাবেলা করে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন হয় বলেই দেশের মানুষ বার বার নৌকায় ভোট দেয়। তাই বাংলাদেশের উন্নয়ন করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা জঙ্গিবাদের উন্নয়ন করেছে। দুর্নীতির উন্নয়ন করেছে, আর সন্ত্রাসের মদদ দিয়েছে। তাই জঙ্গিবাদ সৃষ্টিকারীদের আর বাংলার মানুষ ভোট দেবে না।

অনুষ্ঠানে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ক্যাপ্টেন বাবুল, নব-নির্বাচিত মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, বর্তমান মেয়র সাজ্জাদ করিম মন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।