ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

এ দেশে কোনো স্বৈরাচার টিকতে পারেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এ দেশে কোনো স্বৈরাচার টিকতে পারেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি।

স্বৈরাচার এরশাদকে সরিয়েছি। এরশাদ নয় বছর ক্ষমতায় ছিলেন আর আওয়ামী লীগ আট বছর।

সময় ঘনিয়ে আসছে। এখন আর উল্টা-পাল্টা করে লাভ নাই, বলেন মির্জা ফখরুল।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন সময় এসেছে কোমর সোজা করে দাঁড়ানোর। কোমর সোজা করে দাঁড়াতে হবে, না হলে কেউ কথা শুনবে না।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আওলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ ও সাবেক ছাত্রনেতা রাশেদ আলম লাবু।

এ সভা শেষে তিনি আরো বেশ কয়েকটি ইউনিয়নে মতবিনিময় সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।