রোববার (২৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও ন্যাপ কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা যায়, ন্যাপ প্রধানকে বাদ জোহর কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যু হয় ( ইন্না-লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)। এর আগে ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এইচএডি/