খোকার গুরুতর অসুস্থতার খবর জেনে তাকে নিয়ে ফেসবুকে আবগেময় ভাষায় একটি চিঠি লিখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস লিখেছেন, ‘প্রিয় খোকা, এই মাত্র আমি খবর পেলাম যে, তোমার শরীর খুব খারাপ।
খোকার পাশে না থাকতে পারার আক্ষেপ প্রকাশ করে মির্জা আব্বাস লিখেছেন, ‘আমি জানি না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে কি-না? আমার এই লিখাটি তোমার চোখে পড়বে কি-না বা তুমি দেখবে কি-না, তাও আমি জানি না। তবে বিশ্বাস কর, তোমার শারীরিক অসুস্থতার কথা জানবার পর থেকেই বুকের ভেতরটা কেন যেন ভেঙে আসছে। ’
‘আমি বারবার অশ্রুসিক্ত হচ্ছি। মহান আল্লাহ তা’য়ালার কাছে দু’হাত তুলে তোমার জন্য এই বিশ্বাস নিয়ে দোয়া করছি- তিনি অবশ্যই তোমাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনবেন। ’
‘তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাবো। না হয় সেই আগের মতোই স্বার্থপর কোনো মানুষের জন্য আব্বাস আর খোকা বাইরে বাইরে দূরত্বের সেই অভিনয়টা করে যাবে, আর ভেতরে থাকবে দু’জনের প্রতি দু’জনের অন্তর নিংড়ানো ভালোবাসা। আল্লাহ তোমার সুস্থতা দান করুক। তুমে ফিরে এসো খোকা, তুমি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো। ’
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএইচ/এইচএ/