ঢাকা: দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু এবং আক্রান্ত অনেক বেড়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণে সাফল্যের দোহাই দিয়ে সরকারের আত্মতুষ্টি ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেছেন, এ পরিস্থিতিতে সরকারের আত্মতুষ্টি মানুষের মূল্যবান জীবনকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার নামান্তর।
বুধবার (০৮ জুলাই) জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় আ স ম আবদুর রব এ কথা বলেন।
তিনি বলেন, দেশে করোনা রোগী প্রথম শনাক্ত হওয়ার পর চার মাস পূর্ণ হচ্ছে। প্রথম দিকে সংক্রমণ বিস্তারের গতি কম থাকলেও যতই দিন যাচ্ছে এর তীব্রতা ক্রমাগত বাড়ছে। মহামারির জরুরি পরিস্থিতি বিবেচনায় চার মাস সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সরকারের ভুল পদক্ষেপের কারণে এখন নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুইই কমে যাচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ।
সভায় করোনা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণাসহ জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা, সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ, জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ, পাটকল, বন্যা পরিস্থিতি, বাজেটসহ দেশের সার্বিক পরিস্থিতি ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয়াবলীর ওপর আলোচনা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা ক ম আনিসুর রহমান খান কামাল, মো. সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, আব্দুল হাই, তৌহিদ হোসেন, আব্দুর রহমান মাস্টার প্রমুখ।
আ স ম আবদুর রবের সভাপতিত্বে স্থায়ী কমিটির ওই সভা মুলতবি করা হয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমএইচ/টিএ