ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জাসদ নেতা শাহজাহান মাস্টার আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুলাই ১২, ২০২০
জাসদ নেতা শাহজাহান মাস্টার আর নেই

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি ও জয়দেবপুরের শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান মাস্টার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ জুলাই) রাতে তিনি গাজীপুরের নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ কন্যা, স্ত্রীসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ সংগঠনের বিভিন্ন পযায়ের নেতাকর্মীরা।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমইউএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ